গাড়ি চাপায় দুই ছাত্রী মৃত্যুর ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টর বরখাস্ত, সার্জেন্টকে প্রত্যাহার

Passenger Voice    |    ১২:২৫ পিএম, ২০২২-০২-১১


গাড়ি চাপায় দুই ছাত্রী মৃত্যুর ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টর বরখাস্ত, সার্জেন্টকে প্রত্যাহার

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি উল্টে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নিখিল বিকাশ চাকমাকে সাময়িক বরখাস্ত এবং সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।  গত বুধবার ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়। উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু আকতার (১৬) পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের কন্যা। নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশীদুল হক জানান, এ ঘটনায় চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখিল বিকাশ চাকমাকে আজ বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত এবং সার্জেন্ট আল আমিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘আজ থানায় মামলাটি করেন নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব। চাঁদের গাড়ির চালককে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’